রেলক্রসিংয়ে ইঞ্জিনে ত্রুটি, সড়কে যানজট
মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনে ইঞ্জিনে ত্রুটির কারণে সড়কের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে তীব্র গরমে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে দশটার মালবাহী ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
চিনকি আস্তানা রেলস্টেশনের স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, রেলের ইঞ্জিন মেরামত করতে সময় লেগেছিল।
গাড়ি পারাপার ব্যাহত হওয়ায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, মালবাহী ট্রেনের ইঞ্জিনে ত্রুটির কারণে সড়কে যানজট সৃষ্টি হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।