আন্তর্জাতিক

ওআইসি সম্মেলনে যোগ দিলো বাংলাদেশ

গাম্বিয়ার বানজুলে ওআইসি শীর্ষ সম্মেলনের ১৫তম অধিবেশনের প্রস্তুতিমূলক বৈঠক শুরু হয়েছে। ‘টেকসই উন্নয়নের জন্য সংলাপের মাধ্যমে ঐক্য ও সংহতি বৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী সম্মেলন। সম্মেলনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

বুধবার (পহেলা মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়।

বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. জাভেদ পাটোয়ারী, নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং গাম্বিয়ায় বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার মাসুদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

জানা গেছে, বৈঠকটি প্যালেস্টাইন এবং আল-কুদস আশ-শরিফ ইস্যুতে খসড়া রেজ্যুলেশন, খসড়া চূড়ান্ত ঘোষণা এবং বানজুল খসড়া ঘোষণা চূড়ান্ত করছে, যা পররাষ্ট্র মন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে গৃহীত হবে। এছাড়া গাজায় সাম্প্রতিক নৃশংসতার পরিপ্রেক্ষিতে প্যালেস্টাইন সম্পর্কিত ইস্যুতে আলোচনার প্রাধান্য পাবে। বৈঠকে অর্থনৈতিক, মানবিক, সামাজিক, সাংস্কৃতিক, এবং মুসলিম উম্মাহর ওপর প্রভাব ফেলতে পারে এমন নারী ও যুবকদের বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, শুক্রবার (২রা মে) থেকে পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *