পার্বত্য চট্টগ্রাম

পাহাড়ে নির্বাচনে জিরো টলারেন্সে আইন-শৃঙ্খলা বাহিনী

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি জোন সদরে মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ মে) সকাল ১১টার দিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন।

সভায় লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের মূলমন্ত্রে পাহাড়ি-বাঙালি সকলে একযোগে কাজ করতে হবে। সামগ্রিক উন্নয়নের জন্য পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার বিকল্প নেই। বিজিবি তার দায়িত্বপ্রাপ্ত জোন এলাকায় নিরলসভাবে সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

এসময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, নির্বাচনে আইন শৃংখলা বাহিনী জিরো টলারেন্স নীতিতে থাকবে। ভোটাররা যাতে স্বতস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করা হবে। এক্ষেত্রে কাউকে ন্যূনতম ছাড় দেয়া হবে না । অপরাধী বা বিশৃংখলা করলে তাকে অবশ্য কঠিন শাস্তি পেতেই হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় জোন মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর হোসেন, সহকারী পরিচালক রাজু আহমেদসহ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান-কার্বারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *