চট্টগ্রাম সমিতি, ঢাকার বৃত্তি পেল ২১ কৃতী শিক্ষার্থী
চট্টগ্রাম সমিতি, ঢাকার শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সমিতির সভাপতি সাবেক সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে এবং সমিতির শিক্ষা ও পাঠাগার সম্পাদক রাহুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, সাবেক সচিব আবদুল করিম, হাসপাতাল কমিটির চেয়ারম্যান ও সাবেক সচিব মো. দিদারুল আনোয়ার, সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক রাজউকের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক।
প্রধান অতিথি বলেন, ‘চট্টগ্রাম সমিতির অনেক কার্যক্রমের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান একটি উল্লেখ্যযোগ্য কর্মকাণ্ড । দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করা উচিত। মেধাবীদের শিক্ষাজীবন এগিয়ে নেয়ার জন্য আর্থিক সহযোগিতার মাধ্যমে চট্টগ্রাম সমিতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে।’
সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম সমিতি প্রতিবছর স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। এ বছরও ২১জন ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দেওয়া হলো।’
অনুষ্ঠানে সমিতির জীবনসদস্যদের ছেলে-মেয়েদের মধ্যে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জনকে সংবর্ধনা দেয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের প্রথম বছরের বৃত্তির চেক হস্তান্তর করা হয় এবং সংবর্ধিতদের ক্রেস্ট ও প্রাইজবন্ড উপহার দেয়া হয়।