রাজনীতি

রাঙামাটি জেলা বিএনপির যৌথ সভা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দখলদার সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আরো বেপরোয়া আচরণ শুরু করেছে। অবৈধ সরকার ও নির্বাচন কমিশন দেশে যে উপজেলা নির্বাচনের আয়োজন করছে জনগণ তাতে সাড়া দিচ্ছে না। যে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা আছে, সে নির্বাচন নিয়ে ভোটারদের ন্যূনতম আগ্রহ নেই। বিএনপি ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। আজকে জনগণ এই ডামি সরকারের পতন চায়। ভোটের অধিকার চায়, মতপ্রকাশের স্বাধীনতা চায়। এভাবে জুলুম নির্যাতন করে আর ক্ষমতায় থাকা যাবে না।

শুক্রবার (৩ মে) বিকালে রাঙামাটি কাঁঠালতলীস্থ জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, আজকে বিএনপি ও সমমনা দলগুলো যে আন্দোলন করছে, সেটি হলো গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে আনার লড়াই। এই সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্যে ভিপি হারুনুর রশীদ বলেন, এ দেশের মানুষ আর আওয়ামীলীগকে ক্ষমতায় দেখতে চায় না। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নন, জনগণ ভোট দেয়নি। এই সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের আজ করুণ অবস্থা। সরকার পতনের ভয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিদেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছে।

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ হারুন, সহ ধর্ম সম্পাদক এড. দীপেন দেওয়ান, সাবেক মন্ত্রী মনি স্বপন দেওয়ান। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *