চট্টগ্রাম

মিরসরাইয়ে পাসের হার ৯২.৪৬%, মাদরাসায় শতভাগ

চট্টগ্রামের মিরসরাইয়ে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯২.৪৬%। আলিম পরীক্ষায় পাসের হার শতভাগ। উপজেলার ৭টি কলেজের মধ্যে ভালো ফলাফল অর্জন করেছে আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ও মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ।

সর্বোচ্চ ৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীরা। উপজেলার ৮টি মাদরাসায় পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন পরীক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী সংখ্যা ২শত ৮৪ জন। পাস করেছে ২৮২জন। পাসের হার ৯৯.৩০%। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন।

মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী সংখ্যা ৬শ জন। এদের মধ্যে পাসের করেছে ৫৯৮জন। পাসের হার ৯৯%। জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী।

নিজামপুর সরকারি কলেজের মোট পরীক্ষার্থী ৯শ জন। পাস করেছে ৮৩৬জন। পাসের হার ৯২.৮৯%। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।

মিরসরাই কলেজের মোট পরীক্ষার্থী ৩শত ৮৩জন। পাস করেছে ৩৬৪ জন। পাসের হার ৯৫.০৪ %। জিপিএ-৫ পেয়েছে ১১জন।

বারইয়ারহাট কলেজের মোট পরীক্ষার্থী ২শত ২৫জন। পাস করেছে ১৭৭ জন। পাসের হার ৭৮.৬৭%। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। বীর মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজের মোট পরীক্ষার্থী ২৯ জন। পাস করেছে ২৮জন। পাসের হার ৯৬.৫৫%।

জোরারগঞ্জ মহিলা কলেজের মোট পরীক্ষার্থী ১শত ২৮জন। পাস করেছে ৭৬জন। পাসের হার ৫৯.৩৮%।

লতিফীয়া কামিল মাদরাসায় পাসের হার শতভাগ। জিপিএ-৫ ৬জন। আবুতোরাব ফাজিল মাদরাসায় পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯জন।

সুফিয়া নূরীয়া ফাজিল মাদরাসায় পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ২ জন। করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনীয়া আলিম মাদরাসায় পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে একজন।

মাদবরহাট ফাজিল মাদরাসায় পাসের হার শতভাগ। শান্তিরহাট আলিম মাদরাসায় পাসের হার শতভাগ, মিঠাছরা ফাজিল মাদরাসায় পাসের হার শতভাগ। জিপিএ-৫ একজন।

জামেয়া রহমানিয়া ফাজিল মাদরাসায় পাসের হার শতভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *