দেশজুড়ে

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, চোরচক্রের ৭ সদস্য আটক

সুনামগঞ্জে চালককে হত্যাসহ দুই ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে চক্রের ৭ পেশাদারি সদস্যকে আটক করেছে পুলিশ। একই সাথে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় ছিনতাই হওয়া একটি ইজিবাইক ও আরেকটি ইজিবাইকের ৪টি ব্যাটারি উদ্ধার করেছে তারা। দেশের বিভিন্ন জায়গায় ৩ দিনের চিরুনি অভিযান শেষে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ ।

শনিবার (৪ মে) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) রাজন কুমার দাস। সেখানে তিনি বলেন, গত ১৬ মার্চ ও ৮ এপ্রিল চক্রটি ছিনতাইয়ের উদ্দেশে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর সেই চালকদের হত্যার অভিযোগও পাওয়া যায় তাদের বিরুদ্ধে। চক্রটি পেশাদার ছিনতাইকারী। হত্যার পর অর্ধগলিত মরদেহ পায় পুলিশ। তদন্তে নেমে প্রথমে আসামিদের চিহ্নিত করা হয়। গত তিন দিন অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় তারা।

উল্লেখ্য, কোনো আইডিন্টিফিকেশন নাম্বার না থাকায় ইজিবাইক বিক্রি করা সহজ। তাই এই চক্র ইজিবাইক ছিনতাইয়ের কাজ করতো। এসব ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *