মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে : নেজামে ইসলাম
নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে যে মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনধারণ ক্রমশ দুর্বিষহ হয়ে পড়ছে। মধ্যবিত্ত শ্রেণির কাছে কাছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নতুন এক অভিশাপের নাম। এভাবে চলতে থাকলে মধ্যবিত্ত শ্রেণির মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়বে।
শনিবার (৪ মে) সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘ইসলাম বিদ্বেষী গোষ্ঠী এ দেশের মুসলিম প্রজন্মের মানস থেকে ইসলামী তাহজিব-তামাদ্দুন চিরতরে মুছে দিতে চায়। পাঠ্যপুস্তক থেকে ইসলামিক বিষয়বস্তু বাদ দিয়ে সুপরিকল্পিতভাবে নাস্তিক্যবাদী পাঠ্যক্রম তৈরি করেছে ‘
এতে আরো উপস্থিত ছিলেন, পার্টির নায়েবে আমীর আবদুর রহমান চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা ডা. ইলিয়াস খান, সংগঠন সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, প্রঢার সচিব মাওলানা আবদুল্লাহ আল মামুন খান, সহকারী অর্থ সচিব আলহাজ্ব আনোয়ারুল কবির, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, মুহাম্মদ আমিনুল ইসলাম, হাফেজ মওলানা মুফতী আজিজুর রহমান প্রমুখ।