অর্থনীতি

বাড়তি রাজস্ব সংগ্রহে করছাড় ও অব্যাহতি কমাবে এনবিআর

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের পাশাপাশি বর্তমান সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে রাজস্ব আহরণ বাড়ানোর কোনো বিকল্প নেই। এ বাস্তবতা মাথায় নিয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে চলতি অর্থবছরের চেয়ে অন্তত ৭০ হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আহরণে কর্মকৌশল ঠিক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বাড়তি রাজস্ব সংগ্রহে বিভিন্ন ক্ষেত্রে করছাড় এবং অব্যাহতি কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

গতকাল রোববার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং প্রতিমন্ত্রী ওয়াসিফা আয়শা খানের সঙ্গে বৈঠক করে জিডিপির অনুপাতে রাজস্ব সংগ্রহ বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তবে রাজস্ব আহরণ বাড়ানোর তাগিদ দিলেও করদাতাদের ওপর চাপ সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার পরামর্শ দেন অর্থমন্ত্রী। বৈঠকে অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর সূত্রে জানা গেছে, অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট কিছুটা সংকোচনমূলক করা হবে। বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। তবে আইএমএফের ঋণ কর্মসূচির আওতায় আগামী বাজেটে কর-জিডিপির অনুপাত শূন্য দশমিক ৫ শতাংশ বাড়াতে হবে। তাই বাজেটের আকার তুলনামূলক ছোট হলেও রাজস্ব বাড়াতেই হবে।

এদিকে আগামী বাজেট নিয়ে অর্থ বিভাগ এবং এনবিআরের প্রস্তুতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দিকনির্দেশনা দিতে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার গণভবনে অর্থমন্ত্রীসহ দুই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দিকনির্দেশনা দিতে অর্থ বিভাগের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। কাল এনবিআরের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় অর্থ বিভাগ এবং এনবিআর আগামী বাজেট চূড়ান্ত করবে। নতুন এ বাজেট আগামী ৬ জুন জাতীয় সংসদে উপস্থাপন করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *