উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গাড়ি লক্ষ্য করে গুলির অভিযোগ
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম সাঈদীর গাড়ি লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ মে) রাত ১০টার দিকে ঢেমুশিয়ায় নির্বাচনী পথসভা শেষে বার আউলিয়া নগর ফেরার পথে ইলিশিয়া লম্বা রাস্তার কাছে পৌঁছালে মাছের ঘের থেকে তিন রাউন্ড গুলি করা হয়।
বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ফের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ফজলুল করিম সাঈদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, প্রচারণায় ব্যাপক সাড়া দেখে কারো ইন্ধনে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। এ সময় জীবন বাঁচাতে গাড়ি থেকে বের হওয়া আমার তিনজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের নাম পরিচয় পরে জানাবেন বলে সাঈদী জানান।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাটি ফোনে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম সাঈদীসহ একাধিক ব্যক্তি জানিয়েছেন। তবে রাত ১১টা পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। তবুও ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি ঘটনা তদন্ত করে দেখতে।