ফটিকছড়িতে শেষ সময়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা
দ্বিতীয় দফায় আগামী ২১ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে লড়ছেন ৮ প্রার্থী। চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী বর্তমানে নির্ঘুম রাত কাটাচ্ছেন। শেষ মুহুর্তে গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে চলছে তাঁদের জোর প্রচারণা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, চেয়ারম্যান পদে মো. নাজিম উদ্দীন মুহুরী (মোটর সাইকেল), মো. বখতিয়ার সাঈদ ইরান (আনারস), ভাইস চেয়ারম্যান পদে মো. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন (বই), মুহাম্মদ জসিম উদ্দিন (টিউবওয়েল), মুহাম্মদ নাজিম উদ্দিন ছিদ্দিকী (চশমা) ও সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবুন নাহার মুক্তা (প্রজাপতি) এবং শারমিন আকতার নুপুর (ফুটবল) প্রতীকে লড়ছেন।
বর্তমানে নির্বাচনকে সামনে রেখে বেশ জমে উঠেছ প্রচারণা। আর মাত্র কয়েকদিন বাকি নির্বাচনের। প্রতীক সম্বলিত সাদা-কালো পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। দফায় দফায় চলছে মাইকিং। এছাড়া কর্মীসভা, পথসভা, ঘরোয়া বৈঠক, গণসংযোগও চলছে। প্রার্থীরা ছুটে চলছেন নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও।
মোটর সাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন মুহুরী বলেন, ‘ভোটারদের আমার মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে চেয়ারম্যান পদ উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি ভোটারদের সম্মান অক্ষুন্ন রাখবো। চেয়ারম্যান নয় সেবক হিসাবে কাজ করবো এটাই আমার অঙ্গীকার।’
অপর চেয়ারম্যান প্রার্থী সাবেক উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইরান বলেন, ‘২১ মে আমাকে আনারস মার্কায় ভোট দিবেন। ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো ততদিন এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। আমি আপনাদের সুন্দর, শান্ত, স্মার্ট এবং গ্রিন ফটিকছড়ি উপহার দেব ইনশাআল্লাহ।’
প্রজাপতি প্রতিকের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী জেবুন নাহার মুক্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সেবায় নিয়োজিত আছি। বাকি জীবন ফটিকছড়িবাসীর সেবায় কাটানোর মহৎ ইচ্ছায় নির্বাচনে আবার প্রার্থী হয়েছি।’
বই প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন বলেন, ‘বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমি ফটিকছড়ির তৃণমূলে কাজ করে যেতে চাই।’
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে দ্বিতীয় ধাপে আগামী ২১ মে। উপজেলার মোট ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৬০৭ জন।
নির্বাচনের সহকারি রিটার্নিং কর্তকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আশা করছি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।’