দেশজুড়ে

নাজমুলের পরিবর্তে মিরাজুলের জেল খাটার ঘটনায় মামলার নির্দেশ

মাদক মামলায় যুবলীগ নেতা নাজমুল হাসানের পরিবর্তে মিরাজুল ইসলামের সাজা খাটার ঘটনায় তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। রায়ে যুবলীগ নেতা নাজমুল হাসান, সাজা খাটা মিরাজুল ইসলাম ও এফিডেভিটকারী ফরিদের নামে মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয়া হয়।

সোমবার (২০ মে) দুপুরে হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালের একক বেঞ্চ এ আদেশ দেন। যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন প্রতিবেদন নথি হিসেবে গ্রহণ করার পর এই রায় দিয়েছেন আদালত।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামি গ্রহণের সময় উন্নত বিশ্বের মত চোখের আইরিশ, ফিঙ্গার প্রিন্টসহ বিভিন্ন আলামত সংগ্রহ করতে হবে। মামলা গ্রহণ বা আসামিদের জামিন আবেদন করার ক্ষেত্রে মক্কেলের পরিচয় ভাল করে সনাক্ত করতে আইনজীবীদের প্রতি নির্দেশনা দেয়া হয়।

উল্লেখ্য, ২০২০ সালের একটি মাদক মামলায় উত্তরার ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা নাজমুল হাসানকে সাত বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। তবে তার পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করে জেল খেটেছেন মিরাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *