নির্বাচনে অপরাধ দমনে ৩ উপজেলায় ৬০ নির্বাহী ম্যাজিস্ট্রেট
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অন্যান্য অপরাধ রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ক্যাডারের ৬০ কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২০ মে) চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে তিন উপজেলায় ৬০ জন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করা হয়।
ফটিকছড়ি উপজেলা:
তিন উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ম্যাজিট্রেট নিয়োগ দেওয়া হয়েছে ফটিকছড়ি উপজেলায়। এ উপজেলায় ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক (উপসচিব) মো. আবদুল মতিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহিদুল ইসলাম, কর্মচারী কল্যাণ বোর্ড চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের পরিচালক খিনওয়ান নু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা (উপসচিব) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ঢাকার উপসচিব মো. নোমান হোসেন, বাংলাদেশ রাবার বোর্ড চট্টগ্রামের উপ-পরিচালক (উপসচিব) বিদর্শী সম্বৌধি চাকমা, চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন, আর আর আর সি কক্সবাজারের সিনিয়র সহকারী সচিব এইচ এম খোদাদাদ হোসেন, ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ এফ এম শামীম, বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক।
হাটহাজারী উপজেলা:
হাটহাজারী উপজেলায় ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা হলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ব্যবস্থাপক (উপসচিব) মোহাম্মাদ নাজমুল হাসান, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির ইকবাল, ঢাকা ম্যাস র্যাপিড ট্র্যানজিড ডেভলপমেন্ট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (উপসচিব) আ স ম জামশেদ খোন্দকার, চট্টগ্রাম শিপিং করপোরেশনের সচিব আবু সাফায়াৎ মোহাম্মদ শাহেদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য যতন মার্মা, ঢাকা অর্থ বিভাগের উপসচিব বেগম ইশরাত জাবিন, র্যাবের আইন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিনিয়র সহকারী সচিব সাদিয়া আফরিন কচি, চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শিরীণ আক্তার, বাংলাদেশ রাবার বোর্ড চট্টগ্রামের উপ পরিচালক নাজমুন নাহার, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা বেগম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেসমিন আক্তার, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত, চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন।
রাঙ্গুনিয়া উপজেলা:
রাঙ্গুনিয়া উপজেলায় ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা হলেন, আর আর আরসি কক্সবাজারের উপসচিব গাজী শরীফুল হাসান, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পরিচালক (উপসচিব) সামসুন নাহার সুমি, বাংলাদেশ শিপিং করপোরেশন চট্টগ্রামের মহাব্যবস্থাপক (প্রশাসন) সাজিয়া পারভিন, স্বাস্থ্য সেবা ঢাকার সিনিয়র সহকারী সচিব মোসাদ্দেক মেহদী ইমাম, রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দিপংকর দীপংকর তঞ্চঙ্গ্যা, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অ্যংগ্যজাই মারমা, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাসান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন, চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন ও ফারহানুর রহমান।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বাংলানিউজকে বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে তিন উপজেলায় মোট ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।