চট্টগ্রামফটিকছড়ি

ফটিকছড়িতে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৫৯ হাজার ১৬৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি তিনিও আওয়ামী লীগের নেতা মো. বখতিয়ার সাঈদ ইরান পেয়েছেন ৪১ হাজার ৭৬৭ ভোট।

চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন দুইজন। এছাড়া ভোটে সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের শারমিন আকতার নুপুর এবং পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতিকের মুহাম্মদ জসিম উদ্দিন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলা হল রুমে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল আটটা থেকে উপজেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। তবে প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারের তুলনায় পুরষ ভোটার ছিল বেশি। বেলা বাড়তে থাকলে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে। তবে সন্তোষজনক ছিল না।

নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মুহুরী বলেন, ‘আমাকে নির্বাচিত করায় উপজেলাবাসী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। এখন থেকে সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। কেউ আপন কেউ পর এভাবে নয়, আমি সবাইকে নিয়ে সুন্দর ফটিকছড়ি করতে চাই।’

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার বাবুনগর মাদ্রাসা, বাবুনগর উচ্চ বিদ্যালয়, সুয়াবিল উচ্চ বিদ্যালয়, নাজিরহাট আহমদিয়া মাদ্রাসা, আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি সরকারি কলেজ কেন্দ্রসহ ১৮ টি কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ ভোটগ্রহণের চিত্র দেখা গেছে।

বাবুনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোটার শায়লা আকতার বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট দিয়েছি। সরকারের এ ধরণের নির্বাচন উদাহরণ। এখানে সন্ত্রাসের কারণে যে অতীত দুর্নাম ছিল আশাকরি তা এবার ঘুচবে।’

দুপুরে সমিতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারাস ও মোটরসাইকেল প্রতিক সমর্থকের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। একইভাবে শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও অনুরূপ ঘটনা ঘটে। আরো কয়েকটি কেন্দ্রে দু-একটি জাল ভোট প্রদানকে কেন্দ্র করে হট্টগোল হয়। আইনশৃংখলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভোট গ্রহণের পুরো সময় জুড়ে র‌্যাব, পুলিশ, বিজিবি, নির্বাহী হাকিমের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান দল উপজেলাজুড়ে টহল দিতে দেখা গেছে। ছোট-খাট দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ভোটগ্রহণে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *