পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দুর্ভোগ চরমে

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বান্দরবানে ভারী বৃষ্টিপাতে সড়কের বিভিন্ন স্থান ও পাহাড়ের ঢালুতে বিদ্যুতের তারের ওপর গাছ পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রায় ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে এতে জেলা শহরসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

মঙ্গলবার (২৮ মে) সকালে বান্দরবান সদরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে এ তথ্য জানা যায়।

এতে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইনে গাছ ভেঙে প্রায় ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে জেলা সদর, থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের বিভিন্ন স্থানে এবং পাহাড়ের ঢালুতে বিদ্যুতের তারের উপর গাছ পড়ে বিভিন্ন স্থানে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ বিভাগ সংযোগ সচল করতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। ইতোমধ্যে জেলা শহরের বিভিন্ন স্থানে সংযোগ চালু করা হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকায় গাছ পড়ে যেসমস্ত স্থানে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সচল করার জন্য আমরা টীম ভিত্তিক কাজ করছি। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সব জায়গাতে সংযোগ স্থাপন করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *