দেশজুড়ে

কামড় দেয়া রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজশাহীর চারঘাট উপজেলায় ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত হয়েছেন হেফজুল ইসলাম নামের এক কৃষক। এরপর সাপটিকে মেরে সাথে নিয়েই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।

শুক্রবার (৩১ মে) সকালে উপজেলার পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত কৃষক হেফজুল ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

হেফজুল ইসলাম বলেন, সকালে ধান কাটার সময় সাপটিকে দেখতে পাই। এ সময় ধরতে গেলে সাপটি লাফিয়ে উঠে কামড়ে দেয়। পরে সাপটিকে মেরে হাসপাতালে চলে আসি। সাপটিকে না চিনতে পারলে চিকিৎসায় ব্যঘাত ঘটতে পারে, এমন আশঙ্কায় সাপটিকে হাসপাতালে নিয়া আসেন বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. ফাহিমা সুলতানা বলেন, এখনও পর্যন্ত হেফজুল ইসলামের শরীরে বিপদজ্জনক কোনো লক্ষণ দেখা যায়নি। তবে আক্রান্ত স্থানটি ফুলে আছে এবং ব্যথা রয়েছে। এখনও তিনি শঙ্কামুক্ত নন।

ডা. ফাহিমা সুলতানা আরও বলেন, হেফজুলের শরীরে এন্টিভেনম প্রয়োগ শুরু করা হবে। এরপর তার শরীরের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, এ ঘটনার পর থেকে চারঘাট এলাকার কৃষকদের মধ্যে আতঙ্কে বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *