দেশজুড়ে

চোরাই পথে গরু আনা বন্ধসহ গুড়া দুধের আমদানি শুল্ক বাড়ানোর দাবি

কোরবানি ঈদের আগে চোরাইপথে গরু আনা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন- বিডিএফএ। এছাড়া, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা প্রদান এবং গুড়া দুধের আমদানি শুল্ক বাড়ানোর দাবিও জানিয়েছে তারা।

শনিবার (১ জুন) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলন এমন দাবি করেন বক্তারা।

বক্তারা বলেন, দেশেই গরুর দুধ উৎপাদিত হচ্ছে এক কোটি ৪০ লাখ ৬৮ হাজার মেট্রিক টন। যা দেশের মোট চাহিদার তুলনায় মাত্র ১৮ লাখ মেট্রিক টন কম।

তারা জানান, সঠিক ও কার্যকর উদ্যোগ নিলে দু’বছরের মধ্যে দুগ্ধে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে বাংলাদেশ। দাবি করেন, পুষ্টির চাহিদা দেশের দুগ্ধ খামারের মাধ্যমেই পূরণ করা সম্ভব। কিন্তু, গুড়া দুধের আমদানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শিল্প।

এসময় খামারিদের ব্যাংক ঋণ মওকুফ, সহজ শর্তে সুদবিহীন কৃষি ঋণের দাবি জানান তারা। অভিযোগ তোলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে চোরাই পথে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে প্রচুর গরু মহিষ দেশে আনা হচ্ছে। যাতে লোকসানের শঙ্কায় পড়ছে দেশি খামারিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *