রেকর্ড তাপমাত্রায় পুড়ছে দিল্লি, নেই বৃষ্টিও
সদ্য সমাপ্ত মে মাস জুড়েই ভয়ংকর তাপপ্রবাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি। মাসের শেষ দিন শুক্রবারও (৩১ মে) সেখানে তাপমাত্রার পারদ উঠেছিল ৪৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অন্তত ছয় ডিগ্রি বেশি।
দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) আরও জানিয়েছে, দিল্লিতে গত মে মাসে মাত্র দু’দিন বৃষ্টি হয়েছে, যা বিগত এক দশক বা ১০ বছরের মধ্যে সর্বনিম্ন।
বিরূপ আবহাওয়ার কারণে শনিবারের জন্য দিল্লিতে ‘হলুদ সতর্কতা’ জারি করেছে আইএমডি। এদিন শহরটিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রঝড় এবং ধুলিঝড়ের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আইএমডি জানিয়েছে, শনিবার ভারতীয় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবারের তাপমাত্রা চলতি গ্রীষ্মে এখন পর্যন্ত দিল্লির প্রাথমিক আবহাওয়া স্টেশন, সাফদারজং অবজারভেটরির সাহায্যে রেকর্ড করা দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।
শহরটি গত মাসে তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে। আইএমডির তথ্যমতে, গত বুধবার সেখানে তাপমাত্রার পারদ উঠেছিল ৪৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৭৯ বছরের মধ্যে সর্বোচ্চ।