ঘণ্টায় ৪৮ কেজি চা চয়ন করে দেশসেরা চট্টগ্রামের জেসমিন
৪১ বছর ধরে চা শ্রমিকের কাজ করছেন ফটিকছড়ির এম এম ইস্পাহানি লিমিটেডের মালিকানাধীন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আকতার (৫৭)।
বাগানে নিষ্ঠার সাথে কাজ করে পেয়েছেন দক্ষ শ্রমিকের খ্যাতি। তবে বাগান পেরিয়ে জেসমিন আকতারের খ্যাতি এখন দেশজুড়ে। জাতীয় চা দিবস উপলক্ষে প্রবর্তিত সেরা পাতা চয়নকারী ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার-২০২৪ পেলেন জেসমিন আকতার। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। প্রতি ঘণ্টায় তিনি ৪৮ কেজি চা তুলে দেশসেরা চা চয়নকারীর স্বীকৃতি পেলেন।
২০২৩ সালে এক বছরে সর্বমোট ২৫ হাজার ২১৭ কেজি চা পাতা চয়ন করেছিলেন তিনি। অনুভূতি জানতে চাইলে জেসমিন আকতার বলেন, বাবা আমি মূর্খ মানুষ, এত কিছু বুঝি না। কাউকে ঠকানোর জন্য আমি কাজ করি না। মনপ্রাণ উজাড় করে দিয়ে কাজ করি। কোন পুরস্কার পাওয়ার জন্য কাজ করিনি। আল্লাহর ইচ্ছায় কাজের স্বীকৃতি পেয়েছি। বাগান ম্যানেজার রিয়াজ উদ্দিন জানান, শ্রমিকের একাগ্রতা ও নিষ্ঠা, সেই সাথে মালিক এবং কর্মকর্তাদের সাথে শ্রমিকদের সু-সম্পর্কের কারণে এ সাফল্য। বাগানে শ্রমিকদের নিয়ে কোন ঝামেলা নেই। তাই শ্রমিকরা মানসিকভাবে একদম সতেজ থাকে। ফলে কাজে মনোযোগী হয়।