বিচ্ছিন্ন গণ্ডগোলে ফুরাল লোহাগাড়া বাঁশখালীর ভোট
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার ভোটগ্রহণ। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতি হীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে এখন।
বাঁশখালী প্রতিনিধি মিজান বিন তাহের জানান, উপজেলার ছনুয়া ইউনিয়নের নয়াপাড়া কেন্দ্রে সকাল ৯টার দিকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি আহত হন। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া বাহারছড়া ইউনিয়নের একটি কেন্দ্রে দুই জাল ভোটারসহ চারজনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালতে তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বাঁশখালী উপজেলায় ৩ লাখ ৭৬ হাজার ৯০৬ জন ভোটার। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইমরানুল হক ইমরান এবং সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী চেয়ারম্যান পদে লড়ছেন। ভোটের মাঠ থেকে সরে কাগুজে প্রার্থী আছেন আরো দুজন।
লোহাগাড়া প্রতিনিধি জাহেদুল ইসলাম জানান, ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই বহিরাগত লোকজন এনে কেন্দ্র দখলের চেষ্টা করে প্রতিপক্ষের এজেন্ট বের করে দেওয়ার চেষ্টা করে এক প্রার্থীর সমর্থকেরা। তাৎক্ষণিক ওই কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে সটকে পড়ে তারা। ওই কেন্দ্রে সময়মতো ভোটগ্রহণ শুরু হয়।
চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী ও সাবেক এলডিপি নেতা সিরাজুল ইসলাম চৌধুরী ও প্রবাসী সৈয়দ আব্দুল মাবুদ। ২ লাখ ২৬ হাজার ৫৯০ জন ভোটার এ উপজেলায়।