বাসি খাবারসহ নানা অভিযোগে আল মদিনা রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকার আল মদিনা রেস্তোরার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৫ জুন) অভিযানে প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, ফ্রিজে কাঁচা মাংসের সাথে আগে থেকে রান্না করা খাবার সংরক্ষণ, বাসি খাবার নোংরা খবরের কাগজে মুড়িয়ে সংরক্ষণ করার অভিযোগে এই মামলা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুস সোবহান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ, খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যগণ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ বলেন, রেস্তোরাটির খাবার পরিবেশন কক্ষটি পরিষ্কার বিধায় দেখে বুঝার উপায় নেই প্রতিষ্ঠানটির ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না হচ্ছে। ক্রেতাদের বাসি খাবার খাওয়ানো হচ্ছে।