চট্টগ্রামরাজনীতি

ঐতিহাসিক ৬ দফা দিবসে এনায়েত বাজার আ.লীগের নানা কর্মসূচি

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে এনায়েত বাজার আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ জুন) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল সাড়ে ১১টায় ওয়ার্ড অফিসে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এনায়েত বাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা ।

এ সময় উপস্থিত ছিলেন এনায়েত বাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মো. সলিমুল্লাহ বাচ্চু, সহ সভাপতি মো. ইসমাইল মনু, শ্রম সম্পাদক কবির আহমেদ, কার্যনিবার্হী সদস্য অ্যাড. মানিক চন্দ্র দে, মো. রফিক খান, জয়দেব ঘোষ, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, ওয়ার্ড যুবলীগ নেতা রতন ঘোষ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোরশেদুল আলম, এ কে মাসুদ, মো. জাহেদ, এসকেন্দার আলী, উত্তম দে, অরুণ দত্ত, মো. ফরিদ, তৌহিদুল ইসলাম মিথুন, কাজল দে, মো. সিরাজ, শুভ দত্ত, মিঠু ঘোষ, রাহুল ভট্টাচার্য্য , নিয়াজ ঊদ্দিন তামিম প্রমুখ।

পরে এক আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য প্রতিবাদী আত্মত্যাগে ভাস্বর একটি দিন।

১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। এই দিন বাংলার স্বাধিকার আন্দোলনকে স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত করে। আর এই ছয় দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতাসংগ্রামে রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *