জাতীয়

রাজধানীর উদ্দেশে ছেড়ে গেলো প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন

ঈদকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর থেকে কোরবানি যোগ্য ৪০০ গরু নিয়ে রাজধানীর উদ্দেশে ছেড়েছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। প্রতিটি গরু পরিবহনে খরচ পরবে ৫০০ টাকা।

বুধবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসলামপুর স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি।

ট্রেনটির ২৫টি ওয়াগনেরে ১৬টি করে মোট ৪০০ গরু রয়েছে৷ প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। অর্থাৎ একটি গরু রাজধানীতে যেতে খরচ পড়বে ৫০০ টাকা করে।

ব্যবসায়ীরা বলছেন, খরচ কমার পাশাপাশি নিরাপদে গরু নিয়ে রাজধানীতে যাওয়া যাবে, এতে পোহাতে হবে না যানজটের ঝামেলা।

এদিকে আজ রাত ৮টায় একটি ও আগামীকাল ৪০০ করে গরু নিয়ে রাজধানীতে যাবে দুইটি ক্যাটল স্পেশাল ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *