চট্টগ্রাম

কর্ণফুলীতে ‘আনসার আল ইসলাম’র দুই সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা থেকে উগ্রবাদী নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ দুইজন সদস্যকে পুস্তিকাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার ( ১৪ জুন) নগরের বহদ্দারহাটস্থ চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- পঞ্চগড়ের মো. আসাদুজ্জামান আসিফ (২২) এবং পাবনার মোহাম্মদ আহাদ (২১)।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়ন এলাকার একটি পরিত্যক্ত একতলা ঘর অভিযান পরিচালিত হয়। সেখানে জঙ্গিবাদী মিটিং পরিচালনাকালীন আনসার আল ইসলামের ‘শাহাদাত’ গ্রুপের দুইজন সক্রিয় সদস্য মো. আসাদুজ্জামান আসিফ ও মোহাম্মদ আহাদকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে ৫/৬ জন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে একাধিক জিহাদি বই এবং অন্যান্য আলামত উদ্ধার করে জব্দ করা হয়।’

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা জানায়, এ সংগঠনের প্রধান লক্ষ্য- শিক্ষিত এবং উগ্র উঠতি বয়সীদের আকৃষ্ট করে দেশ বিরোধিতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা। এ লক্ষ্যকে বাস্তবায়ন করতে তারা সংগঠনের সদস্যদের গোপনে শারীরিক প্রশিক্ষণ প্রদান করতো এবং বিভিন্ন দেশের সমমনা ব্যক্তিদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ ও বিভিন্ন উগ্রবাদী গ্রুপে তাদের বিচরণ বজায় রাখতো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *