চট্টগ্রামে ফিটনেস-রুট পারমিটবিহীন ১৮টি গাড়িকে জরিমানা
চট্টগ্রামে ফিটনেস ও রুট পারমিটবিহীন ১৮টি গাড়িকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। পাশাপাশি ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘদিন হালনাগাদ না করায় এম্বুলেন্সসহ সাতটি গাড়িকে ডাম্পিং করা হয়।
শনিবার (২২ জুন) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আনোয়ারা-পটিয়া ক্রসিংয়ে এ অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না।
অভিযানে অংশ নেওয়া বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক আবদুল মতিন বলেন, বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশে সারাদেশে অবৈধ ও ডকুমেন্ট হালনাগাদ না করা যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আনোয়ারা-পটিয়া ক্রসিংয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮টি গাড়িকে ৭৩ হাজার টাকা জরিমানা করেন। তাছাড়া ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ সবধরনের ডকুমেন্ট দীর্ঘদিন হালনাগাদ না করায় সাতটি গাড়িকে ডাম্পিং করার নির্দেশনা দেন।