সীতাকুণ্ডের ইউএনও জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম রফিকুল ইসলাম জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। চট্টগ্রাম জেলার উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্যে তিনি এ সম্মাননা অর্জন করেন।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নৈতিকতা ও সততা, নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন এবং অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম রফিকুল ইসলাম বলেন, কাজের স্বীকৃতি বরাবরই আনন্দের। এ সম্মাননা আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সবসময় নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি।