চট্টগ্রামহাটহাজারী

মাদক সেবনে বাধা দেওয়ায় মেম্বারকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. আনোয়ার হোসেন (৩৪) নামের এক ইউপি সদস্যকে (মেম্বার) ছুরিকাঘাত করার ঘটনায় থানায় মামলা হয়েছে।

শনিবার (২৯ জুন) বেলা ১২ টার দিকে ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ভিকটিম ইউপি সদস্য আনোয়ার হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ এবং ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- ইয়াকুব (২৫), রহিম (২৮) ও রাসেল (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ছিপতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর সদস্য আনোয়ার হোসেন আসামিদের মাদক সেবনে বাধা দেন। পরদিন শুক্রবার (২৮ জুন) সন্ধ্যার দিকে মেখল ইউনিয়নস্থ ইছাপুর ফয়জিয়া বাজার সংলগ্ন এলাকায় তারা ইউপি সদস্য আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

এ সময় ইউপি সদস্য আনোয়ারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আক্রমণকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, ভুক্তভোগী আনোয়ারের শরীরের ৫টি স্থানে লম্বা ও গভীর জখম করা হয়েছে এবং প্রায় ৩০টির অধিক সেলাই দেওয়া হয়েছে।

ইউপি সদস্য আনোয়ার বলেন, মাদকসেবি ইয়াকুব, রহিম, রাসেল ও অপর অজ্ঞাত দুইজনসহ আমার উপর এ হামলা চালিয়েছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রহমত উল্লাহ বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু বলেন, বর্তমানে ভুক্তভোগী আনোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *