আমি এলে তোর হাড় গুঁড়ো করে ফেলব, সাবেক এমপি মোস্তাফিজের হুমকি
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরকে ‘হুমকি’ দিয়েছেন সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণে বিভিন্ন চেয়ারম্যানের কাছ থেকে চাঁদা আদায় নিয়ে বক্তব্য রাখায় তাঁর উপর ফুঁসে উঠেন সাবেক এই এমপি।
মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে মোস্তাফিজুর রহমান চৌধুরীর সঙ্গে আবদুল গফুরের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অডিওতে মোস্তাফিজুর রহমানকে বলতে শোনা গেছে, ‘তুই এখনো আমাকে চিনস নাই। আমি এলে তোর হাড় গুঁড়ো করে ফেলব। তোকে বাঁশখালী কলেজে ঢুকিয়েছি আমি। হয় কি না, তুই কোরআন ধরে শপথ করে বল না। আমি আগে চট্টগ্রাম আসি।’
ভাইরাল হওয়া এক মিনিটেরও বেশি ওই অডিও কল রেকর্ডের শুরুতে গফুর মোস্তাফিজুরকে সালাম দেন। গফুর বলেন, ‘আমার ওই ফোনে চার্জ নেই।’ এরপর মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদককে উদ্দেশ করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘কাল (২৯ জুন) এগুলো কী বলেছিস? আমি কার থেকে চাঁদা নিয়েছি পার্টি অফিস বানানোর জন্য?’
জবাবে গফুর বলেন, ‘ওগুলো তো চেয়ারম্যানরা বলছেন।’ উত্তেজিত হয়ে গালি দিয়ে মোস্তাফিজুর বলেন, ‘চেয়ারম্যানরা বলছে, আমার কাছ থেকে জিজ্ঞেস করবি না, প্রমাণ দে না।’
গফুর আবারও বলেন, ‘চেয়ারম্যানরা সবাই বলছেন তো। তাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন। আমি এত দিন আপনাকে বলিনি।’ তখন গালিগালাজ করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোন… (প্রকাশ অযোগ্য) কাছ থেকে টাকা নিয়েছি তার (প্রকাশ অযোগ্য) প্রমাণ দেখাতে বল। নইলে তোকে এসে হাড্ডি (হাড়) ভেঙে ফেলব আমি।’
গফুর আবার বলেন, ‘চেয়ারম্যানরা সবাই এখন বলছেন তো।’ তখন মোস্তাফিজুর রহমান উত্তেজিত হয়ে আবার গালিগালাজ শুরু করেন। তিনি বলেন, ‘যে (প্রকাশ অযোগ্য) বলেছে তাকে আমার সামনে নিয়ে আয়। চাঁদা নিয়েছি এটা প্রমাণ দিতে হবে। নতুবা কোরআন শরীফ ধরে বলা লাগবে। নাইলে তোকে বলা লাগবে। আমার সাথে কথা না বলে… আজ পেপারে উঠেছে। আমি তোরসহ হাড্ডিগুড্ডি ভেঙে ফেলবো।’
মোস্তাফিজ গালাগাল করে আবারও বলেন, ‘কোন্… (প্রকাশ অযোগ্য) থেকে আমি চাঁদা নিয়েছি তার মাকে আমি (প্রকাশ অযোগ্য)। আমার কাছে এসে প্রমাণ দিতে বল।’
এরপর আবার মোস্তাফিজুর বলেন, ‘তুই এখনো আমাকে চিনস নাই। আমি এলে তোর হাড় গুঁড়ো করে ফেলব। বাঁকা হয়েছিস তো? আমি এলে… (প্রকাশ অযোগ্য)।’
গফুর বলেন, ‘ভালো মানুষ এভাবে কিভাবে খারাপ কথা বলে। গালাগাল করলে আমাকে দিবেন, আমার মা-বাবাকে কেন দিবেন। এটাতো ভালো না।’ উত্তরে মোস্তাফিজ বলেন, ‘তোর মা-বাবা এরকম ছেলে জন্ম দিয়েছে এজন্য।’
পরে আবার গালি দিয়ে মোস্তাফিজুর বলেন, ‘তুই… (প্রকাশ অযোগ্য) বাঁশখালী কলেজে ঢুকিয়েছি আমি। তুই কোরআন ধরে শপথ করে বল না। আমি আগে চট্টগ্রাম আসি।’
মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি, প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে মিছিল, থানার ওসি, একাধিক আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যানকে গালিগালাজ এবং হুমকি দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।