চট্টগ্রাম

দুদকের জালে পারকি রিসোর্টের মালিক

আনোয়ারার পারকি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. জালাল উদ্দিন শাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। বুধবার (৩ জুলাই) দুদক সমন্বিত জেলা কার্যালয়ের চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ মামলাটি করেন।

আয়কর নথিতে আয় কম দেখিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে পড়েন তিনি। মেসার্স সাদিয়া মৎস্য হ্যাচারী নামে তার আরো একটি প্রতিষ্ঠান রয়েছে। ২০১৭-’১৮ থেকে ২০২০-’২১ কর বছর পর্যন্ত চার বছরের নথি তদন্ত করে এ মামলা দায়ের করা হয়েছে।

দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বলেন, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর সার্কেল-১২-তে আয়কর দাতা মো. জালাল উদ্দিন শাহ চার বছরে তার আয়কর নথিতে ১ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৬৪২ টাকা প্রদর্শন করেছেন। দুদক তদন্ত করে তার আয়ের পরিমাণ ১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ২৪ টাকা কম পেয়েছে। এছাড়াও আয়কর নথির সঙ্গে তার আয় ও সম্পত্তির পরিমাণে বেশকিছু অসঙ্গতি পাওয়া গেছে।

তিনি বলেন, ‘আর্থিক অসঙ্গতি তদন্তে পাওয়ার পর দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এ একটি মামলা করা হয়েছে।’

মামলার নথি থেকে জানা গেছে, তার সম্পদ বিবরণীতে ১ কোটি ৫৮ লাখ ৬৬ হাজারর ২০ টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য প্রদান করেছেন। তার ভাইয়ের কাছ থেকে পনেরো লাখ টাকা ঋণ দেখিয়ে আয়করে তিনি দায় হিসেবে দেখিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *