রাজনীতি

আ.লীগ নেতা বাবুল হত্যা: বাঘা পৌরসভার মেয়র আক্কাছ গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

শুক্রবার (৫ জুনা) তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, রাজশাহীর বাঘা উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম বাবুল মার্ডারের ঘটনায় বাঘা থানায় রুজু হওয়া মামালার ১ নম্বর আসামি বাঘা পৌরসভার মেয়র মো. আক্কাস আলীসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি মতিঝিল বিভাগ। বাকি গ্রেপ্তাররা হলেন- মজনু, টুটুল, আব্দুর রহমান,স্বপন। গ্রেপ্তারদের রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাছের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়রের নেতৃত্বে ওই মানববন্ধনে হামলা চালানো হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। পরে গত ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকে আক্কাছ আলী ঢাকায় এসে আত্মগোপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *