চট্টগ্রাম

চট্টগ্রামে বেকার বেশি শহরে

বন্দরনগরী চট্টগ্রামে গ্রামাঞ্চলের চেয়ে শহরে বেকারের সংখ্যা বেশি। ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনসংখ্যার মধ্যে শহরাঞ্চলে বসবাস করা ৪৩ দশমিক ৫৭ শতাংশ মানুষ জীবিকা নির্বাহের জন্য কোনো কাজ করেন না। অন্যদিকে গ্রামাঞ্চলে এমন মানুষের হার ৩৯ দশমিক ১৫ শতাংশ।

এমন তথ্যই উঠে এসেছে ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা চট্টগ্রামের প্রতিবেদনে। সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশ করেছে জেলা পরিসংখ্যান কার্যালয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মহানগর ও জেলা মিলে চট্টগ্রামে মোট জনসংখ্যা ৯১ লাখ ৬৯ হাজার ৪৬৫ জন। এরমধ্যে ১৫ থেকে ৬৫ বছর বয়সী জনসংখ্যা ৬০ লাখ ৮৯ হাজার ৩৪৩ জন। এই বয়স শ্রেণির ১২ লাখ ৮২ হাজার ২৪৮ জন মানুষ জীবিকা নির্বাহের জন্য কোনো কাজ করেন না। এরমধ্যে শহরে অবস্থানকারী বেকার মানুষের সংখ্যা ৭ লাখ ৫২ হাজার ৭৯ জন আর গ্রামাঞ্চলে বসবাসকারী বেকার মানুষের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ১৬৯ জন। আবার এই বয়স শ্রেণির বেকার জনসংখ্যার মধ্যে ৬ লাখ ৬৭ হাজার ৩৩৯ জন নারী এবং ৬ লাখ ১৪ হাজার ৯০৯ জন পুরুষ।

অন্যদিকে শহর ও গ্রাম মিলে ২৭ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন বিভিন্ন কাজে নিযুক্ত। তাদের মধ্যে গ্রামাঞ্চলে বসবাস করেন ১১ লাখ ৯ হাজার ৬৬০ জন, শহরাঞ্চলে বসবাস করেন ১৬ লাখ ৩৭ হাজার ২৩৭ জন। এর বাইরে জেলায় গৃহস্থলীর কাজ করেন ১৯ লাখ ৬২ হাজার ৫৮৪ জন। গৃহস্থলীর কাজ করা জনসংখ্যার মধ্যে ২৮ হাজার ৮৫৭ জন পুরুষ এবং ১৯ লাখ ৩৩ হাজার ৭২৭ জন নারী। বাকী ৯৭ হাজার ৬১৪ জন মানুষ চাকরি খুঁজছেন। এরমধ্যে ৭৯ হাজার ১৫৫ জন পুরুষ এবং বাকী ১৮ হাজার ৪৫৯ জন নারী। আবার চাকরিপ্রার্থীদের মধ্যে ৪৯ হাজার ৩১২ জন গ্রামে এবং ৪৮ হাজার ৩০২ জন শহরাঞ্চলে বাস করেন।

এদিকে জেলায় ১৫ বছরের কম বয়সী ২৭ হাজার ৯৯৩ জন শিশু জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজ করেন। ৬৫ বছরে বেশি বয়সে কাজ করেন ৮১ হাজার ২৫০ জন মানুষ। বিভিন্ন কাজে নিযুক্ত জনসংখ্যার মধ্যে ১৫ বছরের কম বয়সীদের সংখ্যা শহরে বেশি হলেও ৬৫ বছরের বেশি বয়সে কাজ করা মানুষের সংখ্যা বেশি গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *