আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪১

রাশিয়া- ইউক্রেন যুদ্ধের ৮৬৫ দিন চলছে আজ। দিন যত বাড়ছে, ইউক্রেনে হামলা আরও তীব্রতর করছে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালসহ অন্যান্য শহরে একাধিক রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের সবাই ছিলেন বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত হয়েছে আরও ১৭০ জনের বেশি। এ ঘটনায় কিয়েভ বলছে, বিগত কয়েক মাসের মধ্যে রাশিয়ার তরফ থেকে চালানো হামলাগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ।

এদিকে, কিয়েভে রাশিয়ার এই হামলার ব্যাপারে অবগত আছেন ন্যাটো সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল কিয়েভের একটি হাসপাতালে-ও হামলা চালিয়েছে রুশ সেনারা। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ক্রিভি রিহ এবং দিনিপ্রোসহ ইউক্রেনের দুটি পূর্বাঞ্চলীয় শহর রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, রুশ হামলায় ব্যাপক প্রাণহানির প্রতি সহমর্মিতা জানিয়ে আজ মঙ্গলবারকে শোক দিবস বলে ঘোষণা দিয়েছে ইউক্রেন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *