চট্টগ্রামরাজনীতি

শামীম শাহাদাত বক্করসহ বিএনপির ৩৪ জনের বিচার শুরু

চট্টগ্রামের কোতোয়ালী পুলিশের দায়ের করা ইটপাটকেল নিক্ষেপ, যান চলাচলে বাধাসহ বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিরুল ইসলামের আদালতে এই অভিযোগ গঠন করা হয়।

এ মামলার আসামি শীর্ষ তিন নেতা হলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন ও সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর।

মামলার এজাহার নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ২১ অক্টোবর একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আদালত ওইদিন শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। একই দিন বিকেলে কোতোয়ালী থানার লালদীঘির পাড় সোনালী ব্যাংকের সামনে থেকে টেরিবাজার পর্যন্ত সড়কে ব্যারিকেড দেয় বিএনপির নেতাকর্মীরা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করে। তদন্ত শেষে ৩৫ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ৩ জুলাই অভিযোগপত্র দেয় পুলিশ।

আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী বলেন, কোতোয়ালী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির ৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন সোমবার ধার্য ছিল। এইদিন ৩৫ জনকে মামলা থেকে অব্যাহতির আবেদন করলেও আদালত একজনকে অব্যাহতি দিয়ে শীর্ষ তিন নেতাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

এ মামলায় শামীম ও শাহাদাত ছাড়াও নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপি কর্মী শরিফুল ইসলাম, মো. সেলিম, মো. আলী, আবুল বশর, নুরুল ইসলাম, মো. আলমগীর, রানা ভুঁইয়া, মহিউদ্দিন, আজাদুল ইসলাম, আবদুল মান্নান, মো. ইলিয়াস, আবদুল মোতালেব, কুতুব উদ্দিন, মো. সালাউদ্দিন, তৌহিদুল সালাম, শাহজাহান মিয়া, মো. অনিক, মো. হাসান, শারাফাত উল্লাহ, আনিসুল হক, আলী হোসেনসহ মোট ৩২ জন আসামি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *