সিএইচটি রেগুলেশন আইন বাতিলের ষড়ষন্ত্র রুখে দাঁড়াতে হবে
রাঙামাটিতে চিটাগাং হিল ট্র্যাক্টস (সিএইচটি) রেগুলেশন ১৯০০ সালের আইন বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে হেডম্যান, কার্বারীসহ সর্বস্তরের জনগণ। মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাঙামাটির জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকে সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী নিরুপা দেওয়ান, সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সভাপতি শান্তিবিজয় চাকমা ও জেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি চিংকিউ রোয়াজা প্রমুখ।
এতে বক্তারা বলেন, সিএইচটি রেগুলেশন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ের স্থায়ী বাসিন্দাদের রক্ষাকবচ। ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের মাধ্যমে কিছুটা হলেও প্রথাগত অধিকার ভোগ করে আসছে পাহাড়ের মানুষ। কিন্তু সরকার এই আইনকে সুরক্ষা না দিয়ে উল্টো আদালতের মাধ্যমে তা বাতিল করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বক্তারা আরও বলেন, এই ১৯০০ সালের আইনটির সাথে পার্বত্য চট্টগ্রাম আইন, জেলা পরিষদ আইন, আঞ্চলিক পরিষদ আইন সবগুলো ওতপ্রোতভাবে জড়িত। এখন এই আইন বাতিল করা হলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগণকে তীব্র সংকটে ভুগতে হবে। এ জন্যই পাহাড়ের জনগণের অধিকার সম্বলিত আইনে প্রতিষ্ঠিত শত শত বছরের প্রথা ও রীতির কার্যকারিতা নস্যাৎ করার চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে আহবান জানানো হয়।