চট্টগ্রাম

চট্টগ্রামে রেলের পর সড়কও অবরোধ, টাইগারপাস দিয়ে যান চলাচল বন্ধ

সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে রেল অবরোধের পর এবার সড়কও অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১টা ১০ মিনিটে নগরের টাইগারপাস মোড় অবরোধের মধ্যে দিয়ে এ কর্মসূচি শুরু হয়। এর ফলে নগরের ব্যস্ততম সড়ক টাইগারপাস দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে আজ বেলা ১১টা ২৫ মিনিটে রেল অবরোধ করেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। এর ফলে চট্টগ্রাম থেকে ঢাকা, চাঁদপুর, ময়মনসিংহ, সিলেট, কক্সবাজারের ট্রেন আটকা পড়েছে। তবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলেও রেলওয়ের কর্মকর্তারা একে শিডিউল বিপর্যয় বলছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের ব্যানারে এ কর্মসূচি হচ্ছে।

এর বাইরে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও চাকরিপ্রত্যাশীরা এ আন্দোলনে যোগ দিয়েছেন। সরকারি চাকরিতে সব মিলিয়ে সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রাখার দাবি জানাচ্ছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, বেলা ১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ রেললাইন ছেড়ে টাইগারপাস মোড়ের দিকে রওনা হয়। পরে শিক্ষার্থীরা সেখানে গিয়ে সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীদের আরেকটি অংশ এখনো রেললাইনে অবস্থান করছে। শিক্ষার্থীরা ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘নাতিপুতি কোটা নির্মূল করো, পোষ্য কোটার কবর দে’ ইত্যাদি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করছেন। তাঁরা ‘ব্লকেড ব্লকেড, সারা বাংলা ব্লকেড’, ‘এসো বোন এসো ভাই, সংগ্রামে ভয় নাই’, ‘মেরুদণ্ড সোজা করো, কোটা ছাড়া চাকরি করো’ ইত্যাদি স্লোগান দেন।

জানতে চাইলে আন্দোলনে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুল সিয়াম বলেন, মুক্তিযোদ্ধার সন্তান বাদে অন্য কোনো কোটা রাখা যাবে না। সব মিলিয়ে কোটা ৫ শতাংশ রাখতে হবে। উচ্চ আদালত আজকে যে রায় দিয়েছেন, সেটির প্রতি তাঁরা সম্মান জানান, কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা পথ থেকে যাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *