দেশজুড়ে

বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৮টি স্বর্ণের বারসহ লিমন হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন দুই কেজি ১০০ গ্রাম।

যার দাম আনুমানিক দুই কোটি ১৪ লাখ টাকা।

বুধবার (১০ জুলাই) ভোরে বেনাপোল সীমান্তের বারোপুতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক লিমন বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের শাহ আলমের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানান, সীমান্তবর্তী বারোপুতা গ্রাম দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার হবে- এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা বারোপুতা এলাকায় গোপনে অবস্থান নেন। ভোরে বারোপুতা গ্রাম দিয়ে সীমান্তের দিকে যাওয়ার পথে এক মোটরসাইকেলআরোহীকে থামানো হয়। এসময় তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৮টি স্বর্ণের বার পাওয়ায় তাকে আটক করা হয়। এ ব্যাপারে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *