তথ্যপ্রযুক্তি

ইহুদিবিরোধী পোস্ট সরিয়ে দেবে মেটা

জায়নিস্টরা পৃথিবীর নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) মেটা জানিয়েছে, যে সব পোস্টের মাধ্যমে ইহুদি জায়নিস্ট বলে আখ্যা দেওয়া হবে ও তাদের ক্ষতির চেষ্টা করা হবে সেগুলো সরিয়ে দেওয়া হবে।

এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, জায়নিস্টদের অমানবিক বলে আখ্যা দেওয়া, তাদের ক্ষতির আহ্বান অথবা অস্থিত্বের অস্বীকারমূলক পোস্ট সরিয়ে দেওয়া হবে।

ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে মেটার যে নীতি রয়েছে তার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূলত জায়নিস্টদের আক্রমণ করা হয় এমন পোস্ট সরিয়ে নেবে মেটা। অ্যান্টিসিমিটিক বক্তব্য যেমন তারা পৃথিবী বা মিডিয়া নিয়ন্ত্রণ করছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর ‍দিকে মেটা তার ঘৃণা ছড়ানোর নীতির ক্ষেত্রে আরও পরিবর্তন আনার ঘোষণা দেন। আরবি শব্দ শহীদকেও এর অন্তর্ভুক্ত নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *