চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

পাহাড় কেটে মাটি বিক্রি, দুজনের দেড় লাখ টাকা জরিমানা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় কেটে মাটি বিক্রি করার অপরাধে দুজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুলাই) উপজেলার মডেল টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) শিরীন আক্তার।

জানা গেছে, উপজেলার মডেল টাউন এলাকায় মো. হারুন এবং শান্তি বিকাশ চাকমা নামের দুজন গোপনে পাহাড় কেটে মাটি বিক্রি করছেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ওই এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ঘটনাস্থলে হারুনকে ৫০ হাজার ও শান্তি বিকাশ চাকমাকে এক লাখ জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাহাড় কাটার সরঞ্জামাদি জব্দ করা হয়।

ইউএন শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে লোকচক্ষুর আড়ালে একটি চক্র পাহাড় কেটে বিভিন্ন নিচু জায়গা ভরাটের জন্য মাটি বিক্রি করছে -এমন গোপন সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শন করে প্রমাণ পাওয়ায় ওই ওই দোষী ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *