চট্টগ্রাম

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করলো চবি শিক্ষার্থীরা

কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর নগরের টাইগার পাস এলাকায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১জুলাই) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের ১নম্বর গেট এলাকায় কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে।

এ সময় শিক্ষার্থীরা “আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই,” “আমার বোন আহত কেন, প্রশাসন জবাব চাই” “এসো বোন এসে ভাই, সংগ্রামে ভয় নাই” “জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে,” “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, প্রশাসন কীভাবে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এমন হামলা চালাতে? চট্টগ্রাম মহানগরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমরা এ অবরোধ কর্মসূচি পালন করছি।

একইসঙ্গে আমরা বৈষম্যমূলক কোটার সংস্কার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *