চট্টগ্রামরাজনীতি

মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে নগর যুবলীগের অবস্থান কর্মসূচি

কোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ। সোমবার (১৫ জুলাই) চট্টগ্রাম নিউ মার্কেট সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, একটা দেশকে গড়ে তুলতে হলে অবশ্যই দেশপ্রেমিক লোক দরকার। মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে, নাতি-নাতনিকে দেশপ্রেম ও আনুগত্যে তাদের পূর্বসূরির অনুগামী বলে ধরা যায় । সরকারি চাকরিতে মেধাবী এবং দেশপ্রেমিক কর্মীর প্রয়োজন অধিক। তাই কোটা ব্যবস্থায় সমমানের মেধা সাপেক্ষে এদের নিয়োগ নিশ্চিত করা জরুরি। ১৯৭৫ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সরকারি উঁচু পদে প্রচুর মুক্তিযুদ্ধবিরোধী তথাকথিত মেধাবীদের পদায়ন হয়েছে যার খেসারত এখনও বাঙালিকে দিতে হচ্ছে। এদের মোকাবেলা করতে হলে সরকারি পদগুলোতে মুক্তিযুদ্ধের চেতনার মানুষের ভারসাম্য আনতে হবে। যতদিন পর্যন্ত না সেই ভারসাম্য আদায় হচ্ছে ততদিন পর্যন্ত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার পোষ্যদের কোটা থাকা জরুরি। তথাকথিত মেধাবীদের দৃষ্টিই থাকে মুক্তিযুদ্ধের আদর্শ ব্যতিরেকে নিজের ক্যারিয়ারকে উন্নত করা। এসব মেধাবীদের চেয়ে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার পোষ্যদের কোটার মাধ্যমে ঐসব গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করা দরকার। রাষ্ট্রের প্রতি আনুগত্য মেধার চেয়ে অধিক জরুরি। শয়তানও মেধাবী ছিলো। কিন্তু শয়তান অনুগত ছিল না। কাজেই দেশপ্রেমিক মেধাবীদের কোটা ব্যবস্থায় হলেও সরকারি গুরুত্বপূর্ণ পদে আনা দরকার যাতে দেশবিরোধী চেতনার মানুষগুলো সুবিধা করতে না পারে। তিনি আরও বলেন, যতটুকু মেধাবী হলে নিজেকে রাজাকার দাবি করে উল্লাস করা যায়, ততটুকু মেধাবী হওয়ার প্রয়োজন নাই।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এডভোকেট আরশাদ হোসেন আসাদ, সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ চৌধুরী সাদিত, সাংগঠনিক সম্পাদক দিদার উর রহমান তুষার, গিয়াস উদ্দিন তালুকদার, আবু মোহাম্মদ মহিউদ্দিন, এ.জে.এম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ওমর ফারুক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক রাজিব হাসান রাজন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলমগীর টিপু, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহজাহান সামি, সহ-সম্পাদক ফেরদৌস আহমেদ, ইব্রাহিম খলিল নিপু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওয়াসিম, খন্দকার মোখতার আহমেদ আরিফসহ চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আওতাধীন ৪৪টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম-আহবায়ক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *