আন্তর্জাতিক

লোহিত সাগরে ২ ইসরায়েলিসহ তিন জাহাজে আক্রমণের দাবি

লোহিত সাগরে আন্তর্জাতিক জলসীমায় দুই ইসরায়েলি বাণিজ্যিক জাহাজসহ তিনটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। রোববার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র সশস্ত্রবাহিনী হামলার বিষয়টি জানিয়ে বলে, হুতিরা ড্রোন ও নৌ-ক্ষেপণাস্ত্রের সহায়তায় এই আক্রমণ চালিয়েছিল।

যুক্তরাষ্ট্রের সশস্ত্রবাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলের কাছেই থাকা মার্কিন ডেস্ট্রয়ার কার্নেই জাহাজগুলো থেকে ডিসট্রেস কল পেয়ে সাহায্য পাঠায়। তবে এর আগেই হামলার ঘটনা ঘটে। পরে জাহাজ তিনটিতে উদ্ধার তৎপরতা চালায় কার্নেইয়ের ক্রুরা।

এদিকে হুতি জানিয়েছে, তাদের নৌবাহিনী দুটি ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। একটির নাম হলো- ইউনিটি এক্সপ্লোরার ও অপরটি নম্বর-৯। জাহাজ দুটিতে একটি ড্রোন ও একটি ন্যাভাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়।

এক ভিডিও বিবৃতিতে হুতি মুখপাত্র জানায়, জাহাজগুলোকে প্রথমে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সেই সতর্কবার্তা প্রত্যাখ্যান করায় তাদের ওপর হামলা চালানো হয়। তবে জাহাজগুলোকে কি বিষয়ে সতর্ক করা হয়েছিল সে বিষয়ে কোনো মন্তব্য করেননি সেই মুখপাত্র।

তিনি আরও জানান, মুসলিম দেশগুলোর পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান ও ইয়েমেনের জনগণের দাবিতেই এই হামলা চালানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, তারা ৩টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে এবং হামলার শিকার জাহাজগুলোর পাশে দাঁড়িয়েছে। তবে মার্কিন ডেস্ট্রয়ার কার্নেইকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সেন্টকম। তবে তারা জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকিস্বরূপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *