চট্টগ্রাম

নাশকতাকারীরা ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে: রুহেল

শোকের মাস আগস্টে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ। এর অংশ হিসেবে আগস্টের ১ম দিন (১ আগস্ট) শোক র‌্যালি আয়োজন করা হয়।

শোককে শক্তিতে পরিণত করতে কয়েক হাজার লোকের উপস্থিতিতে শোক র‌্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল।

শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা চলমান নানাবিধ ইস্যু নিয়ে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলন নিয়ে একটি কুচক্রী মহল অযৌক্তিক আন্দোলন শুরু করেছে। কোর্টের রায় ছাত্রদের দাবির পক্ষে গেছে। আমরা ছাত্রদের সাথে রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের পক্ষে রয়েছেন। নাশকতাকারীরা কোমলমতি ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে তাদের দুরভিসন্ধি হাসিল করছে। সবাইকে সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ছাত্রদের মাঝে তুলে ধরতে হবে।

মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো.এনায়েত হোসেন নয়ন বলেন, সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল এর তত্বাবধানে ১৬ ইউনিয়ন, দুই পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ সকল সহযোগী সংগঠন, মেয়র-চেয়ারম্যান সহ সবাই শোক র‌্যালিতে যোগ দেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুত ইসলাম রানা, সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু, সাধারণ সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম সহ আহ্বায়ক সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *