রাঙামাটিতে মন্দির-গির্জা রক্ষায় মাঠে নেমেছেন পিসিসিপির নেতাকর্মীরা
রাঙামাটি পার্বত্য জেলায় সরকারি স্থাপনা, মন্দির, বৌদ্ধ বিহার, গির্জা রক্ষায় বিশেষ ইমিডিয়েট টিম গঠন করেছে (পিসিসিপি) পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। গত তিনদিন ধরে সংগঠনটির নেতাকর্মীরা সংখ্যালঘু বিভিন্ন ধর্মীয় স্থাপনা রক্ষায় পাহারা দিচ্ছেন।
পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং যেকোনো দুর্ঘটনায় জরুরি প্রয়োজনে তাদের সঙ্গে দ্রুত সময় যোগাযোগ করতে মোবাইল নাম্বার প্রদান করছে।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে আমরা ঘরে বসে না থেকে জনমানুষের পাশে দাঁড়িয়েছি। দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ না করা পর্যন্ত আমরা মাঠে রয়েছি।