জাতীয়

সচিবালয়ে অফিস শুরু করলেন উপদেষ্টারা

দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে অফিস করা শুরু করলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। রবিবার (১১ আগস্ট) সকাল থেকে উপদেষ্টাদের অনেককে সচিবালয়ে আসতে দেখা যায়। গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন উপদেষ্টারা।

জানালেন, পরিবর্তনের ঘোষণা বাস্তবায়নে কাজ করবেন তারা। এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

রবিবার সকাল ৯টার দিকে সচিবালয়ে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ হাসানসহ বিভিন্ন উপদেষ্টারা।পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রেক্ষাপট পরিবর্তন হলেই কাজ শুরু হয়ে যাবে। আরও বলেন, ‘আমি সারাজীবন পরিবেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে কাজ করে গেছি। আমি কাজ করতে চাই। লক্ষ্য রেখে এগুতে চাই।’

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘অনেক চ্যালেঞ্জ। আজ কেবল শুরু। এতোদিন স্থানীয় সরকারের ভুল ধরিয়ে দিতে রিট করেছি যেটা থিউরি ছিলো এখন প্রাকটিক্যাল।’

এই উপদেষ্টা আরও বলেন, ‘কেবল মন্ত্রণালয়ই নয় সারাদেশের পরিস্থিতিই চ্যালেঞ্জ।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিজিটাল ক্রাকডাউনের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজকেই উদ্যোগ গ্রহণ করা হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, ‘কৃষিকে যতটা বড় করে দেখা হয়, মৎস্য ও প্রাণিসম্পদকে ততোটা বড় করে দেখা হয় না। এখন থেকে যেন দেখা হয়, সে চেষ্টা থাকবে। এই খাত থেকে যে খাবার ও পুষ্টি জনগণ পাবে, তা যেন নিরাপদ হয়, সে চেষ্টার কথাও জানান তিনি। আর এ খাতে কর্মসংস্থানকে বিশেষ করে নারীদের ও দরিদ্রদের কর্মসংস্থানকে গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *