চট্টগ্রামরাউজান

দীর্ঘ প্রবাসজীবন থেকে রাউজানে ফিরলেন গিয়াস কাদের চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দীর্ঘ সাড়ে পাঁচ বছর ৩২টি মামলা ও ৩ বছরের সাজা নিয়ে দুবাইতে জীবনযাপন করেন। সরকারের পতনের পর গতকাল প্রবাস জীবন থেকে ফিরে আসেন।

গিয়াস কাদেরের আগমনে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ জেলার অনেক নেতৃবৃন্দ শাহ আমানত বিমানবন্দরে তাকে স্বাগত জানান। হাজারো জনতা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে রাউজানে নিজ গ্রাম গহিরার বাসভবনে প্রবেশ করেন। এরপর বাবা মরহুম ফজলুল কাদের চৌধুরী, বড়ভাই মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী, মেঝ ভাই মরহুম সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করেন তিনি। এসময় উপস্থিত শতশত নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের রাজনীতি শান্তির রাজনীতি, কেউ অন্যায়, জুলুম, অবিচার, অত্যাচার, লুটপাট করবেন না। আওয়ামী লীগ হত্যা, নিপীড়ন, অত্যাচার করে এদেশকে শেষ করেছে।

রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক, এডভোকেট কামাল হোসেন চৌধুরী, এডভোকেট ইউসুফ, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, সৈয়দ মনজুর আলম, এস এম ইউসুফ, রেজাউর রহিম আজম, আনিসুজ্জামান সোহেল।

উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, একরাম মিয়া, মাসুদ আলম, ইকবাল চৌধুরী, শাহাদাত মির্জা, এম এ হাশেম, তসলিম উদ্দীন, মোজাহের আলম, মহিউদ্দিন জীবন, জানি আলম, তসলিম উদ্দিন ইমন, রাসেল খান, ছোটন আজম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *