বোয়ালখালীতে ভোররাতে মাজারে আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা
বোয়ালখালীর কধুরখীল ইউনিয়নে হযরত শাহ বদিউজ্জামান মুন্সী (রহ.) এর মাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার ভোররাতে এই ঘটনা ঘটে।
সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মোমবাতির আগুন থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে বলে জানিয়েছে। তবে স্থানীয়রা এই দাবি নাকচ করে বলেছে, ভোরে কেউ মাজারে মোমবাতি দেয় না।
স্থানীয়দের দাবি, সকালে কে বা কারা মাজার প্রাঙ্গণে আগুন দিয়েছে। এতে ৮টি কোরআন শরীফ পুড়ে যায়। ভোরে দোকান খুলতে এসে দোকান মালিক বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা দিদারুল আলম রিপন জানান, আগুনে ৮টি কোরআন শরীফ পুড়ে যায়।
তিনি বলেন, মোমবাতির আগুন নাকি নাশকতা তা খতিয়ে দেখা জরুরি। ভোরে মাজারের দরজা বন্ধ, ভেতরে মোমবাতির জ্বালানো, দরজার পাশে টাইলস্ ভাঙা, এসব নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।