চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ৫টি গরুর মৃত্যু
চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে ৫ টি গরুর মৃত্যু হয়েছে।
খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ৫ টি গরুর মৃত্যু হয়।
এর মধ্যে ৪ টি গাভী ও ১ টি ষাঁড় রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। এক মুহূর্তেই নিঃস্ব হয়ে গেলেন গরুগুলোর মালিক মসলেম আলী। শেষ সম্বলটুকু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এসময় তিনি বলেন, গরুগুলোই আমার শেষ সম্বল। এগুলোর মৃত্যু হওয়ার কারণে আমি পথে বসে গেলাম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগর উপজেলার উথলী গ্রামের মসলেম আলী প্রতিদিনের মত ১০-১৫টি গরু ট্রেন লাইনের পাশে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন পার হলে গরুগুলো দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ৫টি গরুর মৃত্যু হয়।