চট্টগ্রাম বন্দরে ১৫০ বছর আগে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার
চট্টগ্রাম বন্দরে প্রধান চ্যানেলে প্রায় ১৫০ বছর আগে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) এই জাহাজটি উদ্ধার করে হীরামন স্যালভেজ লিমিটেড নামে একটি দেশীয় প্রতিষ্ঠান।
জাহাজটি উদ্ধারের ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল নিরাপদসহ ড্রেজিং খরচ কমবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। শত বছর আগের ডুবন্ত জাহাজ উদ্ধারে খুশি শিপিং এজেন্টস এসোসিয়েশন।
চট্টগ্রাম বন্দরের ডাঙ্গারচর ঘাটের কাছাকাছি কয়লার ইঞ্জিন চালিত ১৫০ বছর পুরাতন এই জাহাজটি উদ্ধার করা হয়েছে।
বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যর্থ হলেও হীরামন স্যালভেজ নামে দেশীয় প্রতিষ্ঠানটি দীর্ঘ ৮ মাসের চেষ্টায় জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়।
বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি খাইরুল আলম সুজন বলেন, বন্দরের পেছনে যে খরচ তা অনেকাংশ কমে আসবে। পাশাপাশি শিপিং ব্যবসায়ীরা যারা বিভিন্ন সময় নানা দুর্ঘটনার সম্মুখীন হন, তাদের জন্যও বন্দরটি নিরাপদ হবে।
জাহাজে বেশ কিছু প্রত্নতাক্তিক সামগ্রী উদ্ধার করেছে উদ্ধারকারীরা। প্রায় ৬০ ফুট গভীর থেকে জাহাজটির এক তৃতীয়াংশ উদ্ধার করা হয়েছে।