চট্টগ্রাম

চট্টগ্রামকে প্লাস্টিকমুক্ত করতে শিক্ষার্থীদের ক্যাম্পেইন

চট্টগ্রামে পরিবেশপ্রেমী শিক্ষার্থীদের উদ্যোগে ‘প্লাস্টিকমুক্ত চট্টগ্রাম’ শীর্ষক প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সরকারি–বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

শনিবার (১৭ আগস্ট) নগরীর কাজির দেউরি আউটার স্টেডিয়াম থেকে ক্যাম্পেইনের কর্মসূচি শুরু করা হয়।

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পেইনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নগরের বিভিন্ন এলাকায় যান। এসময় সড়কে পড়ে থাকা বিভিন্ন আবর্জনা সংগ্রহ করেন। বিশেষ করে একবার ব্যবহার্য প্লাস্টিক পরিষ্কারের কাজ করেন। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের দোকান, রেস্টুরেন্ট থেকে প্লাস্টিক সংগ্রহ করেন। এসময় স্বেচ্ছাসেবকরা সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করার পাশাপাশি যেখানে–সেখানে প্লাস্টিক বর্জ্য না ফেলার ব্যপারে নিরুৎসাহিত করেন।

ক্যাম্পেইনের প্রধান সমন্বয়কারী এবং পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী আরিফুল ইসলাম তামিম বলেন, তারুণ্যের হাতেই আগামীর বাংলাদেশ। অপচনশীল প্লাস্টিক আমাদের পরিবেশ ও স্বাস্থ্যর জন্য মারাত্মক হুমকিস্বরূপ। প্লাস্টিকের ক্ষতিকর দিক জানাতে ও দূষণ রোধে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এ ক্যাম্পেইন করেছি।’

তিনি বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবকরা প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি মানুষকে সচেতন করেছে। সংগ্রহ করা প্লাস্টিক বিক্রির অর্থ দিয়ে পরিবেশপ্রেমী শিক্ষার্থীরা বৃক্ষরোপণ করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *