চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

রাঙামাটি-বান্দরবান সড়কে ধস, যোগাযোগ বন্ধ

গত কয়েকদিনের ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের কুকিমারা এলাকায় সড়কের মাটি ধসে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

শনিবার (১৭ আগস্ট) বিকেল থেকে রাঙামাটি জেলার সঙ্গে বান্দরবান জেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রোববার (১৮আগস্ট) সকাল থেকেই সড়ক সংস্কারে নেমেছে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

সওজ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, রোববার সকাল থেকে মাটি ভরাট করে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।

বড়ইছড়ি-রাঙামাটি বাস মালিক সমিতির লাইনম্যান মোজ্জামেল হক বাহাদুর বলেন, এতদিন ঝুঁকিপূর্ণভাবে এই জায়গায় যান চলাচল করলেও গত কয়েকদিনের অতি বৃষ্টিতে সড়কের কুকিমারা এলাকায় সড়ক ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন জানান, সড়কটি ভেঙে যাওয়ায় আপাতত বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল বন্ধ আছে। রোববার সড়কটি সংস্কার করছে সওজ। সড়ক মেরামত শেষ হলে আবারও যান চলাচল স্বাভাবিক হবে।

কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়ার প্রায় ২০ কিলোমিটারের সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন বান্দরবান, রাজস্থলী হয়ে রাঙামাটি জেলায় যাতায়াত করে। সড়কটি মেরামত না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *